বাণিজ্য সংবাদ নির্ভর স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু


বাণিজ্য সংবাদ নির্ভর স্পাইস টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু

পরীক্ষামূলক সম্প্রচার শুরু করলো দেশের ৩৭তম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্পাইস টিভি। ৩০ জুলাই, শুক্রবার রাত ১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারে আসে ’স্পাইস’।

সব ধরনের সংবাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সংবাদকে প্রাধান্য দিয়ে চলবে স্পাইস টিভির কার্যক্রম বলে জানিয়েছেন স্পাইস টেলিভিশন লিমিটেডের (স্পাইস টিভি) হেড অব ব্রডকাস্ট তানজিলুর রহমান। বলেন, “আগামী ডিসেম্বর মাসে পুরোদমে সম্প্রচারে পরিকল্পনা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। অনেক আগে থেকেই আমাদের মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু হয়েছে। তথ্য, ছবি, ভিডিও সংগ্রহ অনেক আগ থেকেই চলছে। যেগুলো আমরা ধীরে ধীরে পরীক্ষামূলক সম্প্রচারে দিতে থাকবে”।

এর আগে, ২৮ জুলাই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার সেবা নিতে স্পাইস টেলিভিশন লিমিটেডের সাথে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-বিএসসিএল এর বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. শফিকুল ইসলাম এবং স্পাইস টিভির পক্ষে টেলিভিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান চুক্তিতে স্বাক্ষর করেন।

স্পাইস টেলিভিশনে নিয়োগ

এদিকে স্পাইস টেলিভিশনের পরীক্ষামূলক সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনটির কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনেকে নতুন এই টেলিভিশনটির যাত্রাকে উৎসাহিত করেছেন।

স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার-স্যাটেলাইট- বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি- ৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট- ৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন- হরাইজন্টাল, মড্যুলেশন- ৮ পিএসকে, এফইসি- ২/৩, কম্প্রেশন: এইচ ই ভি সি (এইচডি)