তিন টিভিতে সিসিমপুরের নতুন মৌসুম


তিন টিভিতে সিসিমপুরের নতুন মৌসুম

ছবি : সংগৃহীত

 

শুরু হচ্ছে হালুম, টুকটুকি, ইকরি, শিকুদের নিয়ে করা শিশুদের শিক্ষামূলক বিনোদন অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম, সিজন-১৪।

আগামী ১৫ অক্টোবর, শুক্রবার থেকে সিসিমপুর সিজন-১৪ দেখা যাবে দুরন্ত টেলিভিশনে এবং পরবর্তীতে প্রচারিত হবে বিটিভি ও মাছরাঙ্গা টেলিভিশনে।

‘তের পেরিয়ে চৌদ্দ এলো/এগিয়ে চলো, পেখম মেলো’ স্লোগান নিয়ে হাজির হচ্ছে নতুন এই সিজন। এ সিজনে শিশুদের সমানুভূতিকে মূলভাব ধরে বিভিন্ন সমস্যা সমাধান করতে সহায়ক হিসেবে বিভিন্ন পর্ব তৈরি করা হয়েছে। প্রতিটি পর্ব শুরু হবে সিসিমপুরের প্রিয় বন্ধু হালুম, টুকটুকি, ইকরি, শিকুদের নিয়ে আর সাথে থাকবে গুণী ময়রা, আশা, গ্রোভার, রায়া, খুশি আর বাহাদুর।

এছাড়া, আগের মতো থাকবে ইকরির বর্ণ লেখার গল্প। প্রতিটি পর্বে ইকরি একটি করে বর্ণ লিখবে। সাউন্ড আর ভিজ্যুয়ালের মাধ্যমে খেলতে খেলতেই ইকরি শিখবে ও শেখাবে কীভাবে এক-একটি বর্ণ লিখতে হয়। আরও থাকবে উপস্থাপক শিকুর উপস্থাপনায় দারুণ কুইজ শো ‘শিকুর বলতে পারো’।

১৪ অক্টোবর, বৃহস্পতিবার ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে সিসিমপুর সিজন-১৪ উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় নির্মিত ‘সিসিমপুর’ ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।