আরটিভিতে মিউজিক অ্যাওয়ার্ড


আরটিভিতে মিউজিক অ্যাওয়ার্ড

ছবি : সংগৃহীত

শোবিজের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য কয়েক বছর ধরেই  দেয়া হচ্ছিল ‘আরটিভি স্টার অ্যাওয়ার্ড’। সেটির জন্য ভালো রেসপন্সও পাচ্ছিল চ্যানেলটি।

এবার শুধু সংগীতের বিভিন্ন শাখায় পুরস্কার দিতে যাচ্ছে তারা। এর নাম দেয়া হয়েছে ‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড’।

আগামী ২ অক্টোবর বিকেল ৫টায় হোটেল সোনারগাঁও-এর বলরুমে এই অ্যাওয়ার্ডের প্রথম আসরের আয়োজন করেছে আরটিভি। যা তাদের চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হবে।

‘আরটিভি মিউজিক অ্যাওয়ার্ড ২০২০’ পুরস্কার দেয়া হবে মোট নয়টি ক্যাটাগরিতে। ক্যাটাগরিগুলো হলো- শ্রেষ্ঠ সংগীতশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ সংগীতশিল্পী (নারী), শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ লোকসংগীতশিল্পী (নারী), শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ প্রমিজিং সিঙ্গার, শ্রেষ্ঠ মিউজিশিয়ান এবং বাংলা সংগীতে বিশেষ অবদান রাখার জন্য একজন ব্যক্তিত্বকে দেয়া হবে আজীবন সম্মাননা।