আরটিভিতে নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’


আরটিভিতে নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’

ছবি : সংগৃহীত

 

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হতে যাচ্ছে তরুণদের জন্য সঙ্গীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। অনুষ্ঠানটির স্লোগান ‘গলা ছেড়ে গাও’। রিয়েলিটি শোটি উপস্থাপনা করবেন মডেল-অভিনেতা উপস্থাপক ইমতু রাতিশ এবং রুহানি লাবণ্য।

ইতোমধ্যে সোহাগ মাসুদের প্রযোজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

শোতে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সঙ্গীত পরিচালক ইবরার টিপু, সঙ্গীতশিল্পী প্রতীক হাসান ও কণ্ঠশিল্পী পড়শী।

ছবি : সংগৃহীত

১২ থেকে ২২ বছরের মধ্যে যে কেউ রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশনের জন্য একটি বাংলা গান খালি গলায় অথবা যেকোনো একটি বাদ্যযন্ত্রের মাধ্যমে গেয়ে মোবাইলে ভিডিও করতে হবে। এরপর আরটিভি প্লাস অ্যাপ ইন্সস্টল করে রেজিস্ট্রেশন নাও বাটনে ক্লিক করে যথাযথ তথ্য পূরণ করে ভিডিওটি পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও rtvonline.com/youngstar অথবা rtv.youngstar@gmail.com অথবা Facebook.com/rtvrealityshows এর মাধ্যমেও প্রতিযোগীরা গান পাঠাতে পারবে।