চ্যানেল আইয়ে রঙমিস্ত্রীর জীবন নিয়ে টেলিফিল্ম
২৬ অক্টোবর ২০২১, ০৫:৪০ পিএম

ছবি : সংগৃহীত
চ্যানেল আইতে দেখা যাবে রঙমিস্ত্রীর জীবন নিয়ে নির্মিত টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’। টেলিফিল্মটি নির্মাণ করেছেন জনপ্রিয় তরুণ লেখক ইশতিয়াক আহমেদ।
টেলিফল্মে রংমিস্ত্রীর চরিত্রে অভিনয় করেছে আবদুন নূর সজল। বিপরীতে অভিনয় করেছেন সারিকা সাবরিন।
উত্তরা শুটিং হাউজ এবং কিছু সুবিধাবঞ্চিত এলাকায় চিত্রায়িত হয়েছে টেলিফিল্মটি। এতে অভিনয় করেছেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মন, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমানসহ আরো অনেকে।
২৭ অক্টোবর, বুধবার, দুপুর ৩টায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে।