'হ্যালো বেবি’ নিয়ে আসছেন তাহসান-মিম
২১ ডিসেম্বর ২০২০, ১০:৫৩ পিএম
নতুন বছরের প্রথম দিনে একসঙ্গে দেখা যাবে গায়ক অভিনেতা তাহসান খান ও বিদ্যা সিনহা মিমকে। ‘হ্যালো বেবি’ নামের একটি নাটকে অভিনয় করেছেন এই দুই শিল্পী। ২০২১ সালের ১লা জানুয়ারি একটি ইউটিউব চ্যানেল থেকে অবমুক্ত করা হবে নাটকটি।
নাটকে মিম ও তাহসানের সঙ্গে আরও থাকছেন ‘কাবিলা’ হিসেবে পরিচিত জিয়াউল হক পলাশ। কিছুদিন আগে টাঙ্গাইলের মির্জাপুরে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। তিনি জানান, ‘দুটি কাপলের গল্প নিয়ে ‘হ্যালো বেবি’ নাটকটি নির্মাণ করা হয়েছে। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে এটি নির্মাণ করেছি। তাদের ভালো লাগলেই পরিশ্রম স্বার্থক হবে।’
নাটকটি বিদ্যা সিনহা মিম বলেন, ‘হ্যালো বেবি নাটকের গল্প দুটি কাপলকে ঘিরে। সিরিয়াস গল্প না হলেও হাস্যরসের মাধ্যমে অনেক সিরিয়াস বিষয় এতে ফুটিয়ে তোলা হয়েছে।’
তাহসান ও মিম বেশ সমাদৃত জুটি। বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছেন দু’জন। সেই ধারাবাহিকতায় নতুন বছরের এই নাটকটিতে একসঙ্গে অভিনয় করছেন তারা।
প্রসঙ্গত; করোনাভাইরাস মহামারিতে দীর্ঘ ছয় মাস পর ‘হ্যালো বেবি’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছেন বিদ্যা সিনহা মিম।