ভারতের ধানুশ যাচ্ছেন হলিউডের সিনেমায়
২১ ডিসেম্বর ২০২০, ০২:৫৭ পিএম
নেটফ্লিক্সের নির্মিত হতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘দ্য গ্রে ম্যান’। সিনেমাটি প্রযোজনা করবেন ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ খ্যাত জুটি অ্যান্টনি ও জো রুশো। বিগ বাজেটের সেই সিনেমাতেই যুক্ত হলেন ভারতের দক্ষিণী ছবির অভিনেতা ধানুশ।
সিনেমাটিতে ক্রিস ইভানস, রায়ান গসলিন এবং আনা ডি আরমাসের মকো হলিউড সুপারস্টারদের সঙ্গে স্ত্রিন শেয়ার করবেন তিনি। ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।
১৮ ডিসেম্বর ধানুশ তার টুইটে লিখেন, ‘রুশো ব্রাদার্স প্রযোজিত এবং রায়ান গসলিন এবং ক্রিস ইভানস অভিনীত নেটফ্লিক্সের ‘দ্য গ্রে ম্যান’-এ অভিনয় করতে যাচ্ছি। এটা সত্যিই খুব আনন্দের। অ্যাকশনধর্মী এই সিনেমার অংশ হতে পারাটা আমার জীবনের বিশাল এক অভিজ্ঞতা ও প্রাপ্তি হবে।’
মার্ক গ্রানির উপন্যাস অবলম্বনে এই অ্যাকশন স্পাই থ্রিলারটি নির্মিত হবে। সিনেমাটির বাজেট হবে প্রায় ২০০ মিলিয়ন ডলার!
আগামী বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলসে সিনেমার শুটিং শুরু হতে পারে।