ক্রিসমাসে মন মাতানো ১০ গান


ক্রিসমাসে মন মাতানো ১০ গান

গান ছাড়া যেন বড় দিনের উৎসব একেবারেই জমে না৷ তাই তো করোনাকালেও ক্রিসমাসকে ঘিরে জার্মানিতে মুখে মুখে ফিরছে জনপ্রিয় ১০টি গান..

‘অল আই ওয়ান্ট ফর ক্রিসমাস ইজ ইউ’
২৪ বছর আগের এই গান এ বছর যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টের শীর্ষে উঠে। ২০১৭ সাল পর্যন্ত শুধু রয়্যালটি থেকেই এই গান আয় করেছিল ছয় কোটি ডলার (চার কোটি ৯০ লাখ ইউরো)৷ মারায়া ক্যারির এই গান জার্মানিতে গতবারই সবার ওপরে ছিল। এবারও একই অবস্থানে আছে।

‘লাস্ট ক্রিসমাস’
‘হোয়াম!’-এর এই গানটি বাজারে আসে ১৯৮৪ সালে৷ ৩৬ বছর আগের এ গান একুশ শতকে বড় দিনের মৌসুমে সবচেয়ে বেশি শোনা গানের মর্যাদা পেয়েছে৷ এ বছর জার্মানিতে ‘লাস্ট ক্রিসমাস’ রয়েছে দুই নম্বরে৷

‘ওয়ান্ডারফুল ড্রিম’
এই গানের শিল্পী মেলানি থর্নটন ক্যারিয়ার শুরু করেছিলেন জার্মানিতেই৷ ২০০১ সালে এক বিমান দুর্ঘটনায় মারা যান তিনি৷ মৃত্যুর দু’ দিন পর রিলিজ হওয়া গানটি জার্মানিতে বরাবরই বেশ জনপ্রিয়৷ বড় দিনের উৎসবের এই গান এখন তৃতীয় স্থানে৷

‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’
এবারের ক্রিসমাসে যারা বাড়িতে যেতে পারবেন না তাদের নিশ্চয়ই ব্রিটিশ গায়ক ক্রিস রেয়ার কণ্ঠে এই গান শুনে মন খারাপ হবে৷ রেয়া গানটি প্রথম গেয়েছিলেন ১৯৮৬ সালে৷ জার্মান চার্টের জনপ্রিয়তায় এ মুহূর্তে চার নম্বরে রয়েছে গানটি।

‘মেরি ক্রিসমাস এভ্রিওয়ান’
জিঙ্গেল বেলস আর স্যাক্সোফোনের সঙ্গে শ্যাকিন স্টিভেন্স-এর এই গানও আছে সেরা পাঁচে৷ গানটি ১৯৮৫ সালে প্রথম গেয়েছিলেন শ্যাকি’জ৷

‘ইট’স বিগিনিং টু লুক আ লট লাইক ক্রিসমাস’
এই গান ১৯৫০ সালের৷ সে আমলে পেরি কর্নো আর বিং কসবির কণ্ঠে এটি ক্লাসিক গানের মর্যাদা পায়৷ তবে জার্মানিতে এখন চলছে ক্যানাডার শিল্পী মাইকেল বাবল-এর ভার্শন৷

ওয়ান্ডারফুল ক্রিসমাসটাইম’
১৯৭৯ সালের এ গান পল ম্যাকার্টনির প্রথম সলো হিট৷ ম্যাকার্টনি তখন সবে ‘উইংস’ ব্যান্ড গড়েছেন৷ গানটি এখনো বড় দিনের উৎসবে জার্মানদের মন মাতায়৷

‘হ্যাপি ক্রিসমাস (ওয়ার ইজ ওভার)’
স্ত্রী ইয়োকো ওনোকে নিয়ে হার্লেম কমিউনিটি কয়ারের সঙ্গে ১৯৭১ সালে প্রথম গেয়েছিলেন জন লেনন৷ জার্মানিতে এটি গত কয়েক বছরে বেশি জনপ্রিয় হয়েছে৷

‘সান্টা টেল মি’
আরিয়ানা গ্রান্ডের এই গানে ক্রিসমাসের সঙ্গে রোমান্সের কথাও আছে৷ এ মুহূর্তে জার্মানিতে আছে স্পটিফাই-এর টপ টেনে৷

ইন ডেয়ার ভাইনাখ্টসব্যাকারাই’
গানের বিষয় ক্রিসমাসের সময় কুকিজ ‘বেক’ করা৷ জার্মান শিল্পী রল্ফ সুকোভস্কির এই গানটিও এখন অনেকের মুখে মুখে ফিরছে৷

খবর সূত্র: ডয়েচে ভেলে