৩০ জুলাই নেক্সাস টেলিভিশনের সম্প্রচার শুরু


৩০ জুলাই নেক্সাস টেলিভিশনের সম্প্রচার শুরু

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভি। আগামী ৩০ জুলাই, শুক্রবার থেকে বাণিজ্যিকভাবে সম্প্রচার শুরু করতে যাচ্ছে এস. আলম গ্রুপের মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি।

শুক্রবার সন্ধ্যা ৬টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মাধ্যমে প্রতিষ্ঠানটির অনুষ্ঠানিক সম্প্রচার শুরু হবে বলে জানিয়েছে নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষ।

দেশের টেলিভিশন খাতে সামান্য হলেও নতুন কিছু যুক্ত করতে চায় প্রতিষ্ঠানটি। আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে অনেকেই শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রতি।

৩০ জুলাই থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও রাজধানীর সব এলাকায় এবং সারা দেশে এর সম্প্রচার কার্যক্রম পৌঁছাতে  কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।