হলিউড পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ


হলিউড পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

হলিউডের সিরিজ অব অ্যাকশন মুভি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এর জনপ্রিয় পরিচালক রব কোহেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন ইতালিয়ান অভিনেত্রী এশিয়া আর্জেন্টো। সম্প্রতি ইতালিভিত্তিক একটি সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ওই সাক্ষাৎকারে এশিয়া অভিযোগ করে বলেন, সিনেমার শুটিংয়ের সময় কোহেন তাকে হেনস্তা করেন এবং যৌন উত্তেজক পানীয় জিএইচবি পানে বাধ্য করেন। তিনি জানান, ‘সে সময় আমি জানতাম না আমার সঙ্গে কী হচ্ছে। পরদিন সকালে আমি তার বিছানায় নিজেকে বিবস্ত্র অবস্থায় পেয়েছিলাম’।

তবে কোহেনের পক্ষ থেকে তার মুখপাত্র জানান, ‘এশিয়ার যৌন হয়রানির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। তার মতে, কোহেন ও এশিয়ার মধ্যে কাজের খাতিরে একটা সুন্দর সম্পর্ক রয়েছে, এমনকি কোহেন তাকে বন্ধু মনে করেন। তার এই অভিযোগ বিভ্রান্তিকর’।

এর আগেও কোহেনের বিরুদ্ধে যৌন নিপীড়নের দুইটি অভিযোগ উঠে। এর মধ্যে একটি ২০১৯ সালে তার নিজ কন্যার। কোহেনের কন্যা ভালকিরি ওয়েদার অভিযোগ করেছিলেন, তারা যখন শিশু ছিলেন তখন তাদের উপর যৌন নির্যাতনের করেছিলেন রব কোহেন।