ফুয়াদ নাসের বাবু সিসিইউতে
০৯ জানুয়ারি ২০২১, ০৫:০২ পিএম
বিখ্যাত সংগীত পরিচালক ও জনপ্রিয় ব্যান্ডদল ফিডব্যাকের প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু হৃদরোগে আক্রান্ত। শুক্রবার রাতে তাকে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে নেয়া হয়।
রাতেই তাঁর হার্টে ‘রিং’ বসানো হয়েছে বলে জানিয়েছেন, হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। এখন তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলেও জানান তিনি।
শনিবার দুপুরে, হাসপাতাল পরিচালক বলেন, ‘ফুয়াদ নাসের বাবুকে শুক্রবার রাত ১২টার দিকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর ওনার শারীরিক অবস্থা বিবেচনা করে রাত ২টার দিকে তাঁর হার্টে রিং বসানো হয়। এখন তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’
শুক্রবার রাত ১০টার দিকে অসুস্থবোধ করলে কিংবদন্তি এ সঙ্গীত পুরোধাকে হাসপাতালে দ্রুত নেওয়া হয়।