মুম্বাই থেকেই ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের যাত্রা


মুম্বাই থেকেই ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের যাত্রা

মুম্বাই থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘বঙ্গবন্ধু’র প্রথম লটের কাজ। জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হয়ে শুটিং চলবে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত।

আর এতে অংশ নিতে সিনেমার শিল্পী-কলাকুশলীরা ২০ জানুয়ারির মধ্যে ঢাকা থেকে মুম্বাইয়ের পথে রওনা দেবেন।

গত বছরের মার্চ মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে লকডাউন শুরু হওয়ায় সে সময় শুটিং বাতিল করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকাশিত ছবির শিল্পীদের তালিকায় দেখা গেছে, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, সিয়াম আহমেদ ও মিশা সওদাগর।

বাংলাদেশ-ভারত প্রযোজিত ছবিটি ২০২১ সালেই মুক্তি দেওয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বলিউডের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল সিনেমাটি নির্মাণ করছেন।