নতুন রূপে পর্দায় আসছেন তিশা


নতুন রূপে পর্দায় আসছেন তিশা

বছরের শেষ দিনে নতুন রূপে পর্দায় আসছেন নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো এই অভিনেত্রীকে দেখা যাবে টেলিভিশন অনুষ্ঠান সঞ্চালকের ভূমিকায়।

‘দ্য বক্স’ নামের এই অনুষ্ঠান আজ বৃহস্পতিবার রাত নয়টায় এনটিভি এবং আগামীকাল ১ জানুয়ারি রাত ৭টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে। নুসরাত ইমরোজ তিশার অতিথি হয়ে আসছেন অভিনয়শিল্পী মাসুমা রহমান নাবিলা ও সিয়াম আহমেদ। জানা গেছে, প্রথম মৌসুমে অনুষ্ঠানটির পাঁচ পর্ব দেখানো হবে।

অভিনয়ে অসাধারণ সাফল্যের পর নতুন বছরের শুরুতেই টেলিভিশন উপস্থাপক তিশার আবির্ভাব ঘটতে যাচ্ছে। প্রায় দুই দশকের ক্যারিয়ারে দুবার ‘মেরিল প্রথম আলো’র অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন তিশা। কিন্তু টেলিভিশনে কোনো অনুষ্ঠানে তাঁকে উপস্থাপনা করতে দেখা যায়নি তাকে।

সম্প্রতি বেশ কিছু নাটকের কাজ শেষ করেছেন নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি অংশগ্রহণ করেছেন ‘ভালোবাসার প্রীতিলতা’ ছবির শুটিংয়ে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানের নির্মিত হচ্ছে ছবিটি। ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে এটি তৈরি হচ্ছে। ছবিতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন তিশা।