চ্যানেল আইয়ে জনপ্রিয় তার্কিশ সিরিয়াল ‘হায়াত মুরাত’


চ্যানেল আইয়ে জনপ্রিয় তার্কিশ সিরিয়াল ‘হায়াত মুরাত’

ছবি : সংগৃহীত

 

এবার সম্পূর্ণ বাংলা ভাষায় প্রচারিত হতে যাচ্ছে উপমহাদেশে দর্শকপ্রিয় তার্কিশ সিরিয়াল ‘হায়াত মুরাত’। আগামী ১২ সেপ্টেম্বর, রবিবার থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ে দেখা যাবে সিরিয়ালটি।

জনপ্রিয়তা অর্জনকারী এই সিরিয়ালের দুই চরিত্র হায়াত ও মুরাতের নামানুসারেই সিরিয়ালের নামকরণ করা হয়েছে। দুই বান্ধবীর সাথে ইস্তাম্বুলে বসবাসীকারী স্বাধীনচেতা নারী হায়াতের সাথে চাকরিসূত্রে পরিচয় হয় দেশের নামকরা একটি টেক্সাটাইল কোম্পানির এমডি মুরাতের সাথে।

প্রথম পরিচয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হলেও এক সময় পরিস্থিতি মোড় নেয় প্রণয়ের দিকে। সৎ মায়ের সংসারে মুরাতের দুর্বিষহ জীবনযাপন যেন একটু সুখের ছোঁয়া পেতে শুরু করে।

কিন্তু মুরাতের প্রাক্তন প্রেমিকা দিদাম, সৎ ভাই দুরুক, ড্রাইভার কারিম, হায়াতের সুন্দরী বান্ধবী আসলি ও আইপ্যাকের উপস্থিতিতে ঘটনা মোড় নিতে থাকে ভিন্ন দিকে।

কী ঘটে হায়াত মুরাতের জীবনে? শেষ পর্যন্ত কি তারা একসাথে থাকতে পেরেছিল? জানতে হলে প্রতি শুক্রবার থেকে বুধবার রাত ৮ টায় চোখ রাখতে হবে চ্যানেল আইয়ের পর্দায়।