এবার রান্না নিয়ে হাজির মাহফুজুর রহমান
২৮ আগস্ট ২০২১, ০৩:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
এবার নতুন চমক নিয়ে টেলিভিশন পর্দায় হাজির হচ্ছেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
‘ফার্মফ্রেশ উইকলি নিউ রেসিপি’ নামে এক অনুষ্ঠানে তাকে এবার রান্না শেখাতে দেখা যাবে।
এর আগে তার একক সংগীত অনুষ্ঠান নিয়ে বেশ আলোচনা সমালোচনার জন্ম দেন মাহফুজুর রহমান। তবে সেসব তেমন পাত্তা দেন না তিনি।
২৮ আগস্ট, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ড.মাহফুজুর রহমানের পর্বটি প্রচারিত হবে। রান্নাবিষয়ক এই অনুষ্ঠান এটিএন বাংলার সাপ্তাহিক আয়োজন হিসেবে প্রচারিত হয়ে আসছে।
খাবারের পুষ্টিগুণ ও বিভিন্ন খাবার তৈরির পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানটিতে।
রান্না বিষয়ক এই অনুষ্ঠানেও দর্শদেরকে খালি গলায় গান গেয়ে শোনাবেন তিনি। তবে পুরো গান নয়, কেবল গানের অংশবিশেষ গেয়ে শোনাবেন তিনি।