কি ছিলো সেই নথিতে? বড় কোন দুর্নীতি?


কি ছিলো সেই নথিতে? বড় কোন দুর্নীতি?

নথির ছবি তুলেছেন রোজিনা। কি ছিলো সেই নথিতে? বড় কোন দুর্নীতি? নিশ্চয়ই অনেক গোপনীয় কিছু?
 
প্রকাশ হলে অনেকের ক্ষতি হতো নিশ্চয়ই? কিন্তু সাধারণ মানুষের, সরকারের কি উপকার হতো না? দুর্নীতি-অনিয়ম বন্ধ হতো না?
 
এমন অনেক উদাহরণ তো এই রোজিনা রেখেছেন। দিনের পর দিন প্রথম আলোতে একের পর এক দুর্নীতির খবর জানিয়েছেন তিনি। স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র - কোন মন্ত্রণালয় বাদ যায়নি। আজ ‘সবাই’ সুযোগ পেয়েছে!
 
প্রশ্ন হচ্ছে, এভাবে নথির ছবি তোলা কি অপরাধ! আইনে হয়তো অপরাধ! কিন্তু বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করলে, জনস্বার্থ বিবেচনায় আনলে, আমি মনে করি, এটি অপরাধ নয়। এমন ঝুঁকি অনুসন্ধানী সাংবাদিকরা হরহামেশা নেয়, নিতে হয়। কারণ নথি ছাড়া ভালো অনসন্ধানী রিপোর্ট করা সম্ভব নয়! এমন নথি কখনো সোর্স দেয়, কখনো লুকিয়ে নিতে হয়। আমিও নিয়েছি অনেক, রোজিনার মতোই।
 
বন্ধু রোজিনাকে আটকে রেখে এমন হেনস্তা হতে দেখে, ভাবতে অবাক লাগে, কোথায় যাচ্ছি আমরা? আমাদের কেউ কেউ হয়তো ভাবছেন, এভাবে লুকিয়ে তথ্য নেয়া ঠিক হয়নি কিংবা আমি তো ভালো আছি!
 
থাকুন ভালো থাকুন! তেলাপোকার মতো জীবন নিয়ে বেঁচে থাকুন।
 
আমি বিশ্বাস করি, এভাবে রোজিনার আত্নবিশ্বাস কমানোও যাবে না; গৌরবও খুন্ন হবে না।