কেবলি বিজ্ঞাপন ? এত সহজ সমীকরণ ? নাকি আরো অন্য কিছু !
২৯ এপ্রিল ২০২১, ১১:৫৭ এএম

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে গেল ১৫/২০ বছর কতরকম জমি দখলের অভিযোগ বা দুর্নীতির অভিযোগ ; বাংলাদেশের মিডিয়ায় খুব কি এসেছে ? কেন আসে নাই ?
কেবলি বিজ্ঞাপন ? এত সহজ সমীকরণ ?
নাকি আরো অন্য কিছু !
সেই মিডিয়া বাস্তুবতায় এবার প্রথম কে জানালো গুলশান ঘটনায় বসুন্ধরার এমডিকে আসামী করা হয়েছে ?
ঘটনা গভীর রাতে জানা গেছে ...এর সেনসিটিভিটি এত বেশী ...এরপরও যাচাই শেষ করে পরদিন দুপুরের পরপরইতো বেশীরভাগ মিডিয়ায় নামধাম সহ বিস্তারিত এসেছে ! সোশ্যাল মিডিয়াতে কে তুলে দিল.... কারা নতুন নতুন তথ্য জানালো ...প্রোফাইল ঘাটলেই দেখবেন এর বেশীরভাগ মূলত মিডিয়া কর্মী !
যা আসেনি ...যতটুকু আসেনি ...সেই আলোচনায় না এনে আমার মাথায় ভিন্ন প্রশ্ন আসে ; চাকরী চলে গেলে বা সাংবাদিক হামলার শিকার হলে ...কতজন সাহস আশা করা এ গোষ্ঠীর পাশে এসে দাড়ান !
চাকুরী ছাঁটাই তো বড় গল্প ...বেতন কাঠামো ঠিক করার গনমাধ্যম কর্মী আইনই তো ঝুলে আছে কত বছর !
স্রেফ ব্যাক্তি সাংবাদিক কত রকম চোখ রাংগানী পার হয়ে ...কত রকম ঝুঁকি নিয়ে একেকটা খবর শেষ পর্যন্ত দর্শক পাঠককে জানান ...সেটি কেবল মিডিয়া কর্মীরাই জানেন !
রাষ্ট্র একটি মিডিয়াকে অনুমোদন দেন ; সেখানে ব্যাক্তি সাংবাদিকের যতটুকু ক্ষমতা এখতিয়ার দেয়া আছে ...সে তো ততটুকুই পালন করতে পারবে ?
মতান্তর এর আরও লেখা

মানসম্মত টকশোর জন্য যা যা দরকার

নিউ মিডিয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় টিভিগুলোর করণীয়

হলি আর্টিজান নিয়ে চলচ্চিত্র- জাতীয় ও ধর্মীয় ক্ষেত্রে প্রতিক্রিয়া

আমি মারা গেলে আমার কবরে একটা টিনের চোঙ্গা রেখে দিস

পনেরো আগস্ট : ষড়যন্ত্রের পথ ধরে জন্ম নেয়া ট্র্যাজিডি

নির্বাসনে নৈতিকতা

সায়মন: সাদা লম্বা খাঁটি বাংলাদেশি!
