এই তাহলে "ইসলামি জীবনের" শিক্ষা ???


এই তাহলে "ইসলামি জীবনের" শিক্ষা ???

করোনায় মৃত্যু কেবল পাপীদের হয়? আর মৃত্যুর আগেই পাপ পূন্য এর হিসাব করার এদেরই এখতিয়ার?

মাসুম ৩ বাচ্চার মায়ের নামে যারা এমন অপবাদ দিতে পারে তারা আমাদের সদকায় গড়ে উঠছে?

সাধারনত এইসব মুষিবকুলের গালাজের উত্তর কখনোই দেই না...রুচিতে বাঁধে...কিন্তু মৃত বোনকে নিয়ে এমন বিদ্বেষ আর নেয়া গেল না!

কেমন হতাশ লাগে এই ভেবে যে ...কেমন করে একটা দেশে এরকম পশ্চাৎপদ এবং ধর্মের ভুল ব্যখ্যাকারী মানুষ তৈরী হয়েই চলেছে! যারা কেবলই নিজেদের ভ্রান্ত বিশ্বাসে অন্ধ এবং ধর্মের নামে উগ্রবাদের বিষ ছড়িয়ে আসলে দেশকে আফগানিস্তান বানাতে চায়! তাহলে যে শিক্ষা ব্যাবস্থায় এমন মানুষ তৈরী হচ্ছে...সে ব্যবস্থায় সংস্কার আনতে হবে না? কবে আর আনা হবে? নাকি একথা বললেই নাস্তিক ট্যাগ দিয়ে দেবে!

এরা দিনভর জীবন যাপন কিংবা কোন কাজ কর্মের মধ্যে নাই --কেবল বেঈমানী জোশে চিলের কথায় "লাইক" দিয়েই চলে--এতে দৃশ্যমান লাইক এর সংখ্যা বরাবর হয়তো বেশী মনে হয় --কিন্তু একটু ঘাটলেই দেখা যাবে এরা কেবলি খুবই নির্দিষ্ট একটি ঘরানার জনসংখ্যা; আর এজন্য নাস্তিক ট্যাগ দেয়ার পরও প্রথমে কমে যাওয়ার পর একাত্তর টিভির ফলোয়ার গেল ৩ মাসে আবার ২ মিলিয়ন বেড়েছে ! ফলে এদের চিৎকার হাটুর নিচ থেকে একসময়ে মিইয়ে যাবে; আপাতত এটুকুই আশা !