হোয়াটস অ্যাপ তথ্য সবার জন্য উন্মুক্ত!


হোয়াটস অ্যাপ তথ্য সবার  জন্য উন্মুক্ত!

পূর্ব সতর্কতা ছাড়াই বদলে গেছে ফেইসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপের প্রাইভেসি সেটিংস।

বদলে যাওয়া এই প্রাইভেসি সেটিংসের ফলে ব্যবহারকারীর সকল তথ্য উন্মুক্ত হয়ে যাবে। যেকোনো তৃতীয় পক্ষ ব্যবহারকারী কোন কোন গ্রুপে যুক্ত আছেন তা দেখতে পারবেন। এমনকি ব্যবহারকারীকে তার অজান্তে যুক্ত করে দিতে পারবেন যেকোনো গ্রুপে।

হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি সেটিংস ঠিক করতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন-

১। হোয়াটস অ্যাপে যান 
২। হোয়াটস অ্যাপ সেটিংস খুলুন। 
৩। একাউন্টে যান 
৪। সেখান থেকে প্রাইভেসি অপশনটিতে ক্লিক করুন। 
৫। তারপরে প্রাইভেসি অপশনের তালিকা থেকে গ্রুপ'স এ ক্লিক করুন। 
৬। এরপর সেখানে এভরিওয়ান থেকে মাই কন্টাকস নির্বাচন করুন। 

অনেক সময় এমন হয় আমাদের এমন কোনো গ্রুপে যুক্ত করে নেওয়া হয় যেখানে আমরা থাকতে চাই না। এর থেকে বাঁচার জন্য একটি সেটিংস রয়েছে যার সাহায্যে আপনার অনুমতি ছাড়া আপনাকে কোনো হোয়াটস‌অ্যাপ গ্ৰুপে যুক্ত করা যাবে না। এর জন্য  প্রাইভেসি সেটিংসে গিয়ে গ্রুপ সেটিংস পরিবর্তন করতে হবে।