বাজারে আসছে অপ্পোর এআর চশমা


বাজারে আসছে অপ্পোর এআর চশমা

১৭ নভেম্বর চীনের শেনজেনে অনুষ্ঠিত ফিউচার টেকনোলজি সম্মেলনে দ্বিতীয় প্রজন্মের এ চশমাটির ধারণা উন্মোচন করা হয় বলে জানিয়েছে প্রযুক্তি মাধ্যম দ্যা ভার্জ।

আপনার কল্পনার জগৎকে বাস্তবে রূপ দিতে নতুন বছরের শুরুতে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি (এআর) চশমা।

সম্মেলনে অপ্পো এক্স ২০২১ ক্রোল স্ক্রিন কনসেপ্ট মেশিন, অপ্পো সাইবে রিয়েল ফুল টাইম স্পেস কম্পিউটিং এআর অ্যাপ্লিকেশন ও অপ্পো এআর গ্লাস ২০২১ এর কনসেপ্ট প্রকাশ করা হয়।

নতুন ডিজাইনের এই চশমার দুই লেন্সে দুটি ক্যামেরা থাকবে। ডেপথ সেন্সর, বিচ্ছিন্ন তরঙ্গনির্দেশক প্রযুক্তি, ভয়েস ইন্টারঅ্যাকশন সমর্থনসহ থাকছে ৩টি সাউন্ড। গত বছর একই সময়ে প্রথম এআর হেডসেট ও পর্দার ভেতরের সেলফি ক্যামেরা প্রযু্ক্তি উন্মোচন করে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।