না! ধর্ষণের হারে বাংলাদেশ শীর্ষ দেশ নয়।
০৩ ডিসেম্বর ২০২০, ০৯:১৪ পিএম
গুগল অনুসন্ধানের স্ক্রিনশটে অনেকে বিশ্বে বাংলাদেশকে ধর্ষণের শীর্ষ দেশ হিসেবে তুলে ধরছেন। সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলাদেশকে ধর্ষণ র্যাংকিংয়ের শীর্ষ দেশ হিসেবে উল্লেখ করে পোস্ট করা হচ্ছে। গুগল সার্চ ইঞ্জিনে একটি অনুসন্ধানের ফলাফলের স্ক্রিনশটসহ পোস্টগুলো করা হচ্ছে যেখানে 'Rape statistics in the world' লিখে সার্চ দিলে ফলাফলে সবার উপরে বাংলাদেশের নাম দেখা যাচ্ছে। World Population Review নামক একটি ওয়েবসাইটের পরিসংখ্যানে ২০২০ সালে বাংলাদেশের ধর্ষণের হার প্রতি লাখে ৯.৮২ জন এবং ১১৬৮২ টি ধর্ষণের ঘটনার হিসেব গুগলের ফলাফলে দেখানো হচ্ছে। বাংলাদেশের চেয়ে তুলনামূলক ভালো অবস্থানে যথাক্রমে উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডের নাম দেখা যাচ্ছে।
বিজেসি ফ্যাক্ট চেক!
বিষয়টি নিয়ে অনুসন্ধান করে বিজেসি ফ্যাক্ট চেক টিম। Rape Statistics By Country 2020 শিরোনামের গুগল সার্চে প্রাথমিক যে ফলাফলটি আসে সেই লিংকটিতে ক্লিক করলে World Population Review এর পুরো প্রতিবেদনটি সামনে আসে। এতে দেখা যায় ধর্ষণের হারের দিক থেকে বিশ্বের শীর্ষ দশটি দেশের তালিকা দেয়া আছে। তালিকাটিতে ধর্ষণের হারে বিশ্বের শীর্ষ দশটি দেশ হিসেবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, বোতসোয়ানা, লেসোথো, সোয়াজিল্যান্ড, বারমুডা, সুইডেন, সুরিনাম, কোস্টারিকা, নিকারাগুয়া ও গ্রেনাডা এর নাম আছে। সবগুলো দেশের নামের পাশে প্রতি লাখে কতজন ধর্ষণের শিকার হন সেই হার দেয়া আছে।
World Population Review এর পুরো প্রতিবেদনটি এখানে।