অংশ নিলেই পাশের হার শতভাগ-গুজব


অংশ নিলেই পাশের হার শতভাগ-গুজব

 

করোনার কারণে ২০২০ সালের এসএসি পরীক্ষা পিছয়ে আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এমন সময়ে ‘এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাশের হার থাকবে ১০০%’ দাবি সম্বলিত ফেসবুক পোস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব পোস্টে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন।

অক্টোবর মাসের শুরু থেকেই ‘বাংলাদেশ শিক্ষাবার্তা’, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবার্তা’ সহ বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত পেজ থেকে ‘এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাশের হার থাকবে ১০০%’ উল্লেখ করে পোস্ট দেয়া হচ্ছে।

 

ছবি : সংগৃহীত

‘বাংলাদেশ শিক্ষাবার্তা’, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবার্তা’ পেজে বাংলাদেশ সরকারের সিলমোহরের ছবি প্রোফাইল ছবি হিসেবে ব্যবহার করার ফলে অনেকেই এটিকে সরকারি ঘোষণা ভেবে বিভ্রান্ত হচ্ছেন। অনেকে একই পোস্ট বিভিন্ন গ্রুপেও শেয়ার করছেন।

 

ছবি : সংগৃহীত

বিজেসি যাচাই টিম যাচাই করে দেখেছে যেসব পেজ থেকে ‘এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করলেই পাশের হার থাকবে ১০০%’ দাবি করে পোস্ট করা হয়েছে তার কোনোটিই বাংলাদেশ সরকারের কোনও পেজ নয়। ‘বাংলাদেশ শিক্ষাবার্তা’, ‘বাংলাদেশ জাতীয় শিক্ষাবার্তা’ এ ধরণের কোন পেজ সরকারের নেই।