মেসিকে স্বাগত জানানো ভাইরাল ছবিটি গুজব


মেসিকে স্বাগত জানানো ভাইরাল ছবিটি গুজব

 

সম্প্রতি ফুটবল তারকা লিওনেল মেসির ক্লাব পরিবর্তন নিয়ে সমগ্র বিশ্বে চলছে নানা গুঞ্জন। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনা ছেড়ে ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেয়ার খবরে এখন সরব ফুটবল বিশ্ব। ১০ আগস্ট, মঙ্গলবার বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন ফুটবলের এই জাদুকর।

প্যারিসে মেসি পৌঁছুনোর পর প্রায় ৩ লাখ মানুষ মেসিকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়। ১০ আগস্ট সন্ধ্যা থেকে কিছু গ্রুপ, পেইজ এবং ব্যক্তিগত প্রোফাইলে, মেসিকে স্বাগত জানাতে তিন লাখ মানুষ সমবেত হয়েছে বলে গুজব ছড়াতে থাকে।

 

 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি নিউজ চেক করে দেখেছে ভাইরাল হওয়া ছবিটি প্যারিসে মেসিকে স্বাগত জানানোর নয়। মেসিকে স্বাগত জানাতে ৩ লাখ লোকের সমাগম ঘটেনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত লল্লাপালুজা সংগীত উৎসবে এই ছবিটি তোলা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া বেশিরভাগ মানুষ মাস্ক না পরায় এটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

 

 

৩১ জুলাই নিজের বাসার বারান্দা থেকে ছবিটি তোলেন চিত্র সাংবাদিক কলিন হিংকেল। সেদিনই ছবিটি তার নিজের টুইটারে শেয়ার করেন তিনি।