পদ্মা সেতুর টোল নিয়ে গুজব


পদ্মা সেতুর টোল নিয়ে গুজব

পদ্মা সেতুর সর্বশেষ, ৪১ নম্বর স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হয় দৃশ্যমান হয় পদ্মা সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশ। 
তবে এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কিছু গণমাধ্যমে পদ্মা সেতুর টোল নিয়ে আলোচনা শুরু হয়। ছড়িয়ে পরে কিছু ছবি। 
তবে পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সেতু বিভাগ। এছাড়াও টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব বলেও জানিয়েছে তারা। 
সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার এবং গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও চূড়ান্ত হয়নি।
আরো জানানো হয়, টোলের হার নির্ধারণ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে পরে টোলের হার নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্যও জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ।