"আসছে আরো একটি নতুন টিভি চ্যানেল"


"আসছে আরো একটি নতুন টিভি চ্যানেল"

দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের জগতে আরো একটি নাম যোগ হলো। ৩০ জুলাই পরীক্ষামূলক সম্প্রচারের মাধ্যমে ৩৭তম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করলো স্পাইস টেলিভিশন।

এরইমধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে চ্যানেলটি। অভিজ্ঞ গণমাধ্যমকর্মীদের কাজের সুযোগের পাশাপাশি গণমাধ্যমে কাজ করতে অনুর্ধ্ব ২৫ বছর বয়সী স্নাতক সম্পন্ন আগ্রহীদের শিক্ষানবিশ নিয়োগ দেয়া হবে এখানে।

চ্যানেলটি তে এডিটর-ইন-চিফ হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক তুষার আব্দুল্লাহ। এর আগে সময় টেলিভিশনে হেড অব নিউজ ছিলেন তিনি। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজেসি নিউজের সাথে স্পাইস টিভি নিয়ে বিস্তারিত কথা বলেন তুষার আব্দুল্লাহ। কবের মধ্যে সম্প্রচারে আসছে স্পাইস টিভি এমন প্রশ্নে তিনি জানান, আরো ছয় মাস সময় লাগতে পারে সম্প্রচারে আসতে।

এছাড়াও তিনি জানান, স্পাইস টেলিভিশন লিমিটেডের চেয়ারম্যান হচ্ছেন প্রবাসী শিলা ইসলাম। স্পাইস টিভি ছাড়াও তার মালিকানায় আছে স্পাইস রেডিও। চ্যানেলটিতে কোন বিষয় প্রাধান্য দেয়া হবে এমন প্রশ্নে তুষার আব্দুল্লাহ বলেন, ২৪ ঘন্টা নিউজ চ্যানেল হওয়ার সম্ভাবনাই বেশি, তবে পুরো বিষয়টি এখনো প্রাথমিক অবস্থায় আছে।

এরই মাঝে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো নিয়োগ হয়নি বলে জানান তিনি। এছাড়া, বর্তমান সময়ে করোনা ও লকডাউন থাকার কারণে চ্যানেলটির যন্ত্রপাতি আনতে কিছুটা দেরি হচ্ছে বলেও বিজেসি নিউজকে জানান, স্পাইস টিভির এডিটর-ইন-চিফ তুষার আব্দুল্লাহ।