অ্যাওয়ার্ড দিচ্ছে বিজেসি


অ্যাওয়ার্ড দিচ্ছে বিজেসি

 

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি বাংলাদেশের সম্প্রচার সাংবাদিকদের একমাত্র ট্রাস্ট সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকে গণমাধ্যমের নীতি-সহায়তা, সম্প্রচার সংবাদকর্মীদের পেশাগত মানোন্নয়ন, সুরক্ষা, কল‌্যাণ ও কর্মপরিবেশের উন্নয়নে কাজ করে চলেছে। বর্তমানে ১৮০০ সম্প্রচার সংবাদকর্মী এ সংগঠনের সদস‌্য।

বিজেসি তৃতীয়বারের মতো এবার সম্প্রচার সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য- জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতার সুরক্ষা। সম্মেলনকে ঘিরে প্রথমবারের মতো বিজেসি ঘোষণা করতে যাচ্ছে পাঁচটি ক্যাটাগরিতে বিজেসি অ্যাওয়ার্ড। আসছে সম্মেলনে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে।

সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের সমন্বয়ে বিজেসি কর্তৃক গঠিত জুরি বোর্ড আবেদনকারীদের কাজের মূল‌্যায়ন করে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করবেন।

 

ক্যাটাগরি

কে / কারা পাবেন

পুরস্কার

সেরা জনস্বার্থ সাংবাদিকতা

যে কোনো বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন যা জনস্বার্থকে রক্ষা করে ও এগিয়ে দেয়, এমন প্রতিবেদনের রিপোর্টার।

এক লক্ষ টাকা, স্মারক ও সার্টিফিকেট।

সেরা চিত্রগ্রহন (খবর)

ভিডিও জার্নালিজমের জন্য ক্যামেরাপারসন।

এক লক্ষ টাকা, স্মারক ও সার্টিফিকেট।

সেরা এনসিএ ভিডিও সম্পাদনা

নিউজ/ফিচারড স্টোরি/ডকুমেন্টারি/ ইনফোটেইনমেন্ট শো অর্থাৎ নিউজ অ‌্যান্ড কারেন্ট অ‌্যাফেয়ার্স কনটেন্ট সম্পাদনার ভিডিও এডিটর।

পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সার্টিফিকেট।

সেরা এনসিএ অনুষ্ঠান প্রযোজনা

টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স শো/ পলিসি শো / নিউজ শো/ ডকুমেন্টারি / ইনফোটেইনমেন্ট শো, যা পলিসি ও জনজীবনে প্রভাব ফেলেছে, সে অনুষ্ঠান/কনটেন্টের প্রযোজক।

পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সার্টিফিকেট।

 

সেরা এনসিএ অনুষ্ঠান সঞ্চালনা

 

 

টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স শো/ পলিসি শো / নিউজ শো/ ডকুমেন্টারি / ইনফোটেইনমেন্ট শো, যা পলিসি ও জনজীবনে প্রভাব ফেলেছে, সে অনুষ্ঠান/কনটেন্টের উপস্থাপক।

পঞ্চাশ হাজার টাকা, স্মারক ও সার্টিফিকেট।

 

নিয়মাবলী

  • আবেদনকারীকে বিজেসির নিয়মিত সদস‌্য হতে হবে।
  • ২০২১ সালে টেলিভিশনে প্রচারিত কনটেন্টই কেবল এবারে পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক পেইজ/ইউটিউব চ‌্যানেলে তার লিংক থাকতে হবে।
  • নিজের সেরা কাজটি লিংকসহ bjcawardapplication@gmail.com -এই ই-মেইলে পাঠাতে হবে।
  • কনটেন্ট সাইজ বেশি বড় হলে গুগল ড্রাইভে আপলোড করে লিংক পাঠাতে হবে।
  • ই-মেইলের সাবজেক্ট-এর ঘরে অবশ‌্যই অ‌্যাওয়ার্ড ক‌্যাটাগরি উল্লেখ করতে হবে।
  • আবেদনকারীকে অফিসিয়াল প‌্যাডে সংবাদ/অনুষ্ঠানটি প্রচারের তারিখ ও সময় উল্লেখ করে নিজ নিজ বিভাগীয় প্রধানের স্বাক্ষরসহ আবেদন স্ক‌্যান করে ই-মেইলে সংযুক্ত করতে হবে।
  • আবেদনের ই-মেইলে নিজের এক কপি ছবি সংযুক্ত করতে হবে।
  • ভিডিও এডিটর ও ক‌্যামেরা পারসনদের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের প্রযোজক বা প্রতিবেদকের পদবী ও যোগাযোগ নম্বরসহ নাম উল্লেখ করতে হবে।
  • সিরিজ প্রতিবেদন ছাড়া একজন রিপোর্টার একাধিক রিপোর্ট জমা দিতে পারবেন না।
  • প্রযোজক ও উপস্থাপক/সঞ্চালকের ক্ষেত্রে যেকোনো একটি অনুষ্ঠানের সর্বোচ্চ ৫ পর্ব জমা দিতে পারবেন।
  • তথ‌্যগত ত্রুটি ও আবেদন অসম্পূর্ণ হলে তা বাতিল হবে।
  • নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
  • বিজেসি ট্রাস্টি বোর্ড ও অ্যাওয়ার্ড কমিটির সদস্যরা আবেদন করতে পারবেন না।

 

আবেদন জমার শেষ তারিখ: ১০ জুন ২০২২

প্রয়োজনে যোগাযোগ:  ওমর ফারুক : ০১৭১১২৩৪৭৮৫

বিস্তারিত জানতে ও আপডেট পেতে বিজেসি ‍নিউজ-এর ফেসবুক পেইজ https://www.facebook.com/BJCNewsLive ব্রাউজ করুন।