আল জাজিরার সম্প্রচার বন্ধে করা রিটের শুনানি পেছালো


আল জাজিরার সম্প্রচার বন্ধে করা রিটের শুনানি পেছালো

বাংলাদেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের ওপর শুনানির দিন পেছানো হয়েছে। আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে শুনানির দিন নির্ধারণ করেছেন উচ্চ আদালত।

আজ মঙ্গলবার বিকেল পোনে চারটায় শুনানি হওয়ার কথা ছিল। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ শুনানির দিন পিছিয়ে বুধবার নির্ধারণ করেন।
এর আগে, বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধে নির্দেশনা চেয়ে গতকাল সোমবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ইমন।

এনামুল কবির জানান, রিটে বাংলাদেশে আল-জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ নামে সম্প্রচারিত প্রতিবেদনটি ইউটিউব, ফেসবুক ও টুইটার থেকে অপসারণের নির্দেশনাও চাওয়া হয়।

আল-জাজিরায় ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করা হয়। প্রতিবেদনটিকে ‘মিথ্যা ও অবমাননাকর’ আখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।