সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সময় টিভির সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১১ আগস্ট, বুধবার মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখা ও তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি নেয়া হয়।

সংবাদ প্রকাশের জের ধরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সে মামলা প্রত্যাহারের দাবিতে পালিত মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএসএফ) পাবনা জেলা শাখার সভাপতি ডা. আব্দুল সালাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি জেলা শাখার সভাপতি মামুনুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, সৈকতের বিরুদ্ধে মামলা দায়ের স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ও মতপ্রকাশের স্বাধীনতায় নগ্ন হস্তক্ষেপ। এসময় অবিলম্বে মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান উপস্থিত সাংবাদিক নেতারা।

সৈকত আফরোজ আসাদ সময় টিভি, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর পাবনা প্রতিনিধি এবং স্থানীয় পাবনা মেইল টোয়েন্টিফোর ডটকম-এর সম্পাদক হিসেবে কাজ করছেন।