সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

 

সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহারের দাবিতে আলাদা মানববন্ধন করেছে পাবনার চাটমোহর প্রেসক্লাব ও বেড়া প্রেসক্লাব। ১০ আগস্ট, মঙ্গলবার তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

সংবাদ প্রকাশের জের ধরে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সে মামলা প্রত্যাহারের দাবিতে চাটমোহর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে অংশ নেন চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, চ্যানেল ২৪ এর প্রতিনিধি শাহীন রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সাংবাদিক জাহাঙ্গীর আলম মধু, প্রভাষক ইকবাল কবির রঞ্জু ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এসময় সাংবাদিক সৈকত আফরোজ আসাদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একইসাথে অবিলম্বে নিঃশর্তে এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

একই দাবিতে আয়োজিত বেড়া প্রেসক্লাব ও স্থানীয় গণমাধ্যমকর্মীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন বেড়া প্রেসক্লাবের সভাপতি শফিউল আযম, সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের কার্যকরি কমিটির সদস্য বকুল মোল্লা, সহ সাধারণ সম্পাদক মহসীন মল্লিক, বরুণ রায়, হারুনর রশীদ, ডাঃ আব্দুল হান্নান সহ বেড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।