লাখ লাখ স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ


লাখ লাখ স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে হোয়াটসঅ্যাপ

লাখ লাখ স্মার্টফোনে কাজ করা বন্ধ করে দেবে বার্তা পাঠানোর অ্যাপ- হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইফোনের যে মডেলগুলোতে শুধু পুরনো অপারেটিং সিস্টেম চালু রয়েছে সেগুলোতে আর ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি কাজ করবে না। যেসব স্মার্টফোনে অ্যানড্রয়েড ২.৩.৭ ভার্সন বা তার চেয়ে পুরনো এবং আইফোনে আইওএস ৮ বা তার চেয়ে পুরনো অপারেটিং সিস্টেম রয়েছে সেই সব ফোনগুলোতে এই অ্যাপটি আর কাজ করবে না। ফলে বিশ্ব জুড়ে কোটি মোবাইলে হোয়াটঅ্যাপ ব্যবহার করা যাবেনা। শুধু সেসব অপারেটিং সিস্টেমের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ এই সেবা বন্ধ করছে যেগুলো নতুন কোন ডিভাইসে আর আপডেট বা ইনস্টল করা হয় না। বেশিরভাগ ব্যবহারকারীরা শুধু তাদের অপারেটিং সিস্টেম আপডেট করেই এই বার্তা পাঠানোর অ্যাপটি আবার ব্যবহার করতে পারবেন। কিছু কিছু ডিভাইস যেমন আইফোন ফোরএস যা শুধু আইওএস ৭-কেই সাপোর্ট করে সেটি আর এই অ্যাপটি চালাতে পারবে না। নতুন ভাবে নিজেদের সেবা সুরক্ষিত করার ইচ্ছা থাকলেও এটার পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে এই অ্যাপটি পুরনো স্মার্ট ফোনগুলোতে আর কাজ করবে না।এর ফলে অ্যাপটি ব্যবহারকারীদের উপর ব্যাপকভাবে প্রভাব ফেলবে, কারন বাজারে পুরনো ডিভাইসের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। হোয়াটস অ্যাপ চলতি দশকের চতুর্থ সর্বোচ্চ ডাউনলোডকৃত অ্যাপ । বিভিন্ন অপারেটিং সিস্টেমে বিনা মূল্যে এসএমএস, ছবি, ভিডিও এবং অডিও ফাইল আদান-প্রদানের সুবিধা দিয়ে শীর্ষে এই আ্যাপ। ২০১৭ সালেই এর ব্যবহারকারীদের জানিয়েছিল যে এ ধরণের পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাইভেসি সেটিংস পরিবর্তনের কারনে হোয়াটস অ্যাপ নিয়ে বিশ্বজুড়ে দেখা দিয়েছে প্রতিক্রিয়া।