তালেবান শাসনের দ্বিতীয় দিনে সংবাদ উপস্থাপনায় নারীরা


তালেবান শাসনের দ্বিতীয় দিনে সংবাদ উপস্থাপনায় নারীরা

 

আফগানিস্তানের কাবুলে আবারও সংবাদ উপস্থাপনায় ফিরছেন দেশটির নারীরা। তালেবান ক্ষমতা দখল নেওয়ায়, কাজে ফেরা নিয়ে আফগান নারীদের শঙ্কা জাগে। তবে তালেবানের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের কাজে ফিরতে কোনও বাধা নেই। হিজাব পরেই টেলিভিশনের পর্দায় অংশ নিয়েছেন তারা।

আফগানিস্তানের টোলো নিউজে এক নারী সংবাদ উপস্থাপিকা তার কর্মস্থলে ফিরেছেন। টোলো নিউজের প্রধান মিরাকা পোপাল টুইটারে ছবি পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেন। ছবিতে দেখা যায়, হিজাব পরে নারী উপস্থাপিকা তালেবানের মিডিয়া বিভাগের এক সদস্যের সাক্ষাৎকার নিচ্ছেন।

এমন ছবি ছড়িয়ে পড়ার পর অনেকেই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। এরকম বেশ কয়েকটি ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। এদিকে, তালেবানের রাজনৈতিক দফতরের উপ প্রধান আব্দুস সালাম হানাফি সরকারি কর্মকর্তা-কর্মচারি, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবীকে কোনও শঙ্কা ছাড়াই কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান।