কাবুল থেকে জার্মান সাংবাদিকদের ফেরাতে মার্কেলকে অনুরোধ


কাবুল থেকে জার্মান সাংবাদিকদের ফেরাতে মার্কেলকে অনুরোধ

 

আফগানিস্তান থেকে সাংবাদিকদের ফেরানোর জন্য জার্মানির প্রেসিডেন্ট অ্যাঞ্জেলা মার্কেলকে অনুরোধ জানিয়েছে জার্মান সংবাদমাধ্যমগুলো।

আফগানিস্তানের বর্তমান অবস্থায় সেখানে কর্মরত সাংবাদিকদের নিয়ে জার্মানির সংবাদমাধ্যমগুলো খুবই উদ্বিগ্ন। ১৫ আগস্ট, রবিবার জার্মানির প্রেসিডেন্ট মার্কেলকে সেখানে কর্মরত স্থানীয় আফগানরা, যারা ঐসব সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন, তাদের কাবুল থেকে নিয়ে আসার অনুরোধ জানান।

ডিডাব্লিউ, ডিপিএ সহ চারটি প্রধান সংবাদপত্র ও ব্রডকাস্টার এক চিঠিতে জানায়, তাদের সাংবাদিকদের জার্মানিতে নিয়ে আাসার জন্য যেন জরুরি ভিত্তিতে ভিসা দেয়া হয়।

২০০১ সালে আফগানিস্তানে অ্যামেরিকা যাওয়ার পর থেকে সাংবাদিক, অনুবাদক ও অন্য সহায্যকারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়।  চিঠিতে বলা হয়েছে, ''সাধারণ আফগানরা আমাদের মতো স্বাধীন সংবাদমাধ্যম, গণতন্ত্র, শান্তিতে বিশ্বাস করে। গত ২০ বছর ধরে জার্মানিও আফগানিস্তানে একই মূল্যবোধ নিয়ে চলেছে।''

চিঠিতে আরও বলা হয়, ''আফগানরা সহযোগিতা না করলে কখনোই আফগানিস্তানে ঠিকভাবে কাজ করা সম্ভব হতো না। এরা আমাদের সাহায্য করেছে।''

সেখানে কর্মরত ফ্রিল্যান্স কর্মীদের জীবনের ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে।

সম্প্রতি আফগানিস্তানে সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছে। সেই প্রসঙ্গ তুলে চিঠিতে বলা হয়, ''মনে হচ্ছে, এই ধরণের আক্রমণ ও সাংবাদিকদের হত্যার ঘটনা বাড়তে থাকবে। আমাদের অনেক কর্মীই বিপদের মধ্যে আছেন। তালেবানরা বেছে বেছে মিডিয়া কর্মীদের খুঁজে প্রতিশোধ নিতে পারে। যারা আফগানিস্তানে থাকবে, তারাই নির্যাতনের মুখে পড়বে। তাদের মৃত্যুর আশঙ্কাও রয়েছে।''