জামিন পেলেন কাজল, মুক্তিতে বাধা নেই
১৭ ডিসেম্বর ২০২০, ১০:২৮ পিএম
উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ফটো সাংবাদিক সফিকুল ইসলাম কাজল। বৃহস্পতিবার আলাদা দুটি মামলায় তাকে জামিন দেন হাইকোর্ট।
বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বিত বেঞ্চ তার জামিন আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
কাজলের আইনজীবী ব্যরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, “এই দুই মামলায় জামিন পাওয়ায় সফিকুল ইসলাম কাজলের আইনগত কোনো বাধা নেই“।
এর আগে গত ২৪ নভেম্বর রাজধানী শেরেবাংলা নগর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের অপর মামলায় সফিকুল ইসলাম কাজল হাইকোর্ট থেকে জামিন পান। রাজধানীর কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানার অপর দুই মামলায় জামিন প্রশ্নের রুল শুনানির জন্য গতকাল ১৫ ডিসেম্বর দিন রেখেছিলেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় দুই মামলায় জামিন মঞ্জুর করে রায় দেন হাইকোর্ট।
গত ১১ মার্চ ঢাকার চকবাজারের বাসা থেকে বের হয়ে ‘নিখোঁজ’ হন সফিকুল ইসলাম কাজল। ‘নিখোঁজের’ ৫৩ দিন পর গভীর রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে উদ্ধার করা হয় এই ফটো জার্নালিস্টকে।
কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ১০ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সাংসদ সাইফুজ্জামান শিখর। একই আইনে কামরাঙ্গীরচর ও হাজারীবাগ থানায় যুব মহিলা লীগের দুই নেত্রী আরও দুটি মামলা করেন।
এই তিন মামলায় জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছিলেন কাজল। চূড়ান্ত শুনানি শেষে আজ বৃহস্পতিবার জামিন দেন হাইকোর্ট।
এ বছরের ৩ মে থেকে কারাগারের আছেন সাংবাদিক কাজল।