পাকিস্তানে দুই সাংবাদিক সাইবার ক্রাইম সেলের হেফাজতে


পাকিস্তানে দুই সাংবাদিক সাইবার ক্রাইম সেলের হেফাজতে

 

পাকিস্তানে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) সাংবাদিক আমির মীর এবং ইমরান শাফকাতকে হেফাজতে নিয়েছে। ৭ আগস্ট, শনিবার জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জিও নিউজ জানিয়েছে, আমির মিরকে এফআইয়ের সাইবার ক্রাইম সেল, শনিবার সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার পথে তুলে নিয়ে যায়। এফআইএ কর্মীরা সাংবাদিক ও তার গাড়ি নিয়ে যায় বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।

আমির মীর বর্তমানে একটি ওয়েব চ্যানেল পরিচালনা করেন। সাইবার ক্রাইম শাখা মীর এবং শাফকাতকে কোন অভিযোগে তুলে নিয়ে গেছে তা এখনও স্পষ্ট নয়। 

পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো সাংবাদিক আমির মীর ও ইমরান শাফকাতের গ্রেপ্তারে তীব্র নিন্দা ও তাদের মুক্তির দাবি জানিয়েছেন।

পিপিপির এই নেতা এক টুইটবার্তায় বলেন, “ইমরান খান তার অযোগ্যতা এবং ব্যর্থতা আড়াল করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষ এবং গণমাধ্যম সমালোচকদের নিপীড়ন করছেন”।