বিদেশি গণমাধ্যমের মূল লক্ষ্য সরকারের সমালোচনা করা: হাছান মাহমুদ


বিদেশি গণমাধ্যমের মূল লক্ষ্য সরকারের সমালোচনা করা: হাছান মাহমুদ

সরকারের সমালোচনা করাই কিছু বিদেশি গণমাধ্যমের মূল লক্ষ্য বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৩১ জুলাই, শনিবার রংপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

অভিযোগ করেন, কিছু বিদেশি গণমাধ্যম দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অসত্য সংবাদ প্রকাশ করছে। ধারাবাহিকভাবে দেশের বিরুদ্ধে বিষোদগার করে অপপ্রচার চালায় এবং গুজব রটায়। এদের মধ্যে কিছু নামকরা গণমাধ্যমকেও দেখা যায় বলে যোগ করেন তিনি।

এসময় বিদেশি গণমাধ্যমের কিছু অনুষ্ঠানের কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলে এমন ব্যাক্তিদের এসব অনুষ্ঠানে তারা পরিকল্পনা করে যুক্ত করে। সরকারীবিরোধী কিছু ব্যক্তির সাক্ষাৎকার নেয়া ও সে প্রতিবেদনকে বিশ্বাসযোগ্য করে উপস্থাপন করতে সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎকার নেয়।

এরআগে প্রধানমন্ত্রীর বিশেষ আর্থিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালে ক্ষতিগ্রস্ত রংপুর জেলার ৬৯ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে চেক প্রদান করেন।