নঈম নিজামের পদত্যাগে সম্পাদক পরিষদে সংকট


নঈম নিজামের পদত্যাগে সম্পাদক পরিষদে সংকট

নঈম নিজামের পদত্যাগের কারণে সম্পাদক পরিষদে সংকট তৈরি হয়েছে।  সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার কারণ সরাসরি জানতে চায় পরিষদ।

২৯ জুলাই, বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সম্পাদক পরিষদ।

গত বৃহস্পতিবার বিকাল ৩টায় পরিষদের সভাপতি মাহফুজ আনামের সভাপতিত্বে পরিষদ সদস্যদের একটি জরুরি ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের ঐক্যের বৃহত্তর স্বার্থে নঈম নিজামের কাছ থেকে সরাসরি তার অভিযোগ শুনতে চায় পরিষদ। পরিষদের পরবর্তী অনুষ্ঠিতব্য সভায় তাকে উপস্থিত থাকার অনুরোধ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় নঈম নিজামকে উপস্থিত থাকার অনুরোধ করার দায়িত্ব পরিষদের সিনিয়র সদস্য রিয়াজ উদ্দীন আহমদকে অর্পন করা হয়। এবং সাত দিনের মধ্যে অর্পিত দায়িত্বের অগ্রগতি পরিষদ সভাপতিকে জানাতে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ২৭শে জুলাই সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে নঈম নিজামের পদত্যাগ করেন। পরিষদের সভাপতির সঙ্গে মত পার্থক্যের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন বলে দেশের বাইরে থেকে ঘোষণা দিয়েছেন।  আগামী ৩১শে জুলাই তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ নির্ধারিত রয়েছে।