পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি


পদ্মা সেতুর টোল এখনও চূড়ান্ত হয়নি

পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনও নির্ধারণ করা হয়নি । তবে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এ তথ্য জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। মঙ্গলবার সেতু বিভাগের তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, টোলের হার নির্ধারণ নিয়ে একটি গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছে। পদ্মা বহুমুখী সেতুর টোলের হার এখনও চূড়ান্ত হয়নি। পদ্মা সেতুর টোলের হার নির্ধারণে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীতে টোল নির্ধারণে পদক্ষেপ নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। টোলের হার নির্ধারিত হলে তা জনগনকে তা অবহিত করা হবে বলেও সেতু বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

পদ্মা সেতুর টোল নিয়ে কোন ধরনের অপপ্রচার থেকে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বানও জানিয়েছে সেতু বিভাগ।