রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ


রোজিনার মুক্তির দাবীতে সাংবাদিকদের বিক্ষোভ

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা এবং পরে শাহবাগ থানায় হস্তান্তরের ঘটনায় বিক্ষোভ করেছে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা।


সোমবার রাতে শাহবাগ থানার ভেতরে অবস্থান নিয়ে সাংবাদিকেরা বিক্ষোভ করেন।এসময় উপস্থিত সাংবাদিকেরা রোজিনা ইসলামকে মুক্তি দেয়ার দাবি তোলেন।

 

সচিবালয়ে ৫ ঘন্টা আটকে রেখে রোজিনা ইসলামকে হেনস্তা ও অফিসিয়াল সিক্রেক্টস অ্যাক্টে তাঁর বিরুদ্ধে মামলা করায় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের প্রতি ধিক্কার জানান। এসময় সাংবাদিকেরা মন্ত্রী–সচিবের পদত্যাগ দাবি করেন।


মধ্যরাত অবধি পর্যন্ত চলা এ বিক্ষোভে অনেকেই জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষের সামনে জড়ো হয়েও প্রতিবাদ জানান তারা।

 

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামকে মন্ত্রণালয়ের কর্মকর্তারা একটি কক্ষে আটকে রাখেন। পরে রাত সাড়ে ৮ টার দিকে তাকে শাহবাগ থানার পুলিশের কাছে হস্তান্তর করেন এবং ৯টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।


বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা প্রথমে সচিবালয়ের সামনে এবং পরে শাহবাগ থানার সামনে বিক্ষোভ করেন।