সাংবাদিক রতন সরকারকে আইনি সহায়তা দিবে "আসক"


সাংবাদিক রতন সরকারকে আইনি সহায়তা দিবে "আসক"

সময় টিভির বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারকে আইনগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র-আসক।

এছাড়া যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনও নির্যাতিত এই সাংবাদিককে সহায়তা দিবে। রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করেন।

 

গত ২২ এপ্রিল, বৃহস্পতিবার সিটি করপোরেশন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন রতন সরকার। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন। সেখানে  হামলার জন্য করপোরেশনের মেয়রকে দায়ী করেন তিনি। এরই প্রেক্ষিতে ২৫ এপ্রিল মেয়র মোস্তফা রংপুর কোতয়ালী থানায় রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

 

মামলার পর থেকে সিটি করপোরেশনের মেয়রের লোকেরা বিভিন্ন স্থানে রতন সরকারকে হয়রানির জন্য খুঁজে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন রতন সরকার।

 

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে জ্যেষ্ঠ কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবীর জানান, “শুরু থেকে আমরা রংপুরের ঘটনা পর্যবেক্ষণ করছে আসক এবং কেন্দ্রের সভায় রতন সরকারকে যাবতীয় আইনি সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে”।

 

এছাড়া যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনও রতন সরকারকে আইনি সহায়তা দিচ্ছে।