চ্যানেল আই’র দুঃখ প্রকাশ


চ্যানেল আই’র দুঃখ প্রকাশ

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় গত সোমবার(২৬ এপ্রিল) রাতে গুলশান থানায় মামলা হয়। মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়। এই বিষয়ে সংবাদ প্রকাশের সময় ‘চ্যানেল আই’ ভুক্তভুগীর বদলে অভিযুক্তের চেহারা অস্পষ্ট করে দেয়। এরপর এ নিয়ে সমালোচনার ঝড় উঠে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এরপর এই বিষয়ে আজ দুপুরে চ্যানেল আই টেকনিক্যাল ভুল বলে দুঃখ প্রকাশ করে।

“দুঃখ প্রকাশ গতকাল মঙ্গলবার গুলশানের ফ্ল্যাট থেকে তরুণীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার বিষয়ক সংবাদে টেকনিক্যাল ভুলের কারণে ভিকটিমের বদলে অভিযুক্তের ছবি ব্লার করে প্রচার হয়েছে যা আমাদের দর্শকদের মতো আমাদের কাছেও কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ভুলটি অসাবধানতার কারণে হলেও তা চ্যানেল আই’র নীতিনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এরকম ভুল যেন ভবিষ্যতে আর না ঘটে সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। এখানে উল্লেখ করতে চাই যে, আমাদের সংবাদে অভিযুক্তের নাম এবং পরিচয়ের বিস্তারিত ছিল। সুতরাং অভিযুক্তের ছবি ব্লার করার কোন কারণ বা ইচ্ছা ছিল না, অসাবধানতার কারণে ভিকটিমের বদলে অভিযুক্তের ছবি ব্লার হয়ে গেছে। আমরা আমাদের এ ভুল স্বীকার করছি। সকলের সর্বাঙ্গীণ মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি।

বার্তা বিভাগ

চ্যানেল আই”