দুই হাজার সাংবাদিক পাবেন ১০ হাজার করে টাকা


দুই হাজার সাংবাদিক পাবেন ১০ হাজার করে টাকা

দুই হাজার সাংবাদিককে ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। ২৫ এপ্রিল, রবিবার সচিবালয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জরুরি বৈঠক শেষে এ কথা জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, ২০১৪ সালে সংসদে আইন পাস করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়। এই ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর অসুস্থ, অস্বচ্ছল সাংবাদিকদের সহায়তা দেয়া হয়। কোনো সাংবাদিক মারা গেলে তার পরিবারকে এককালীন তিন লাখ টাকা সহায়তা দেয়া হয়।

করোনার প্রথম ঢেউয়ে দেশের তিন হাজার কর্মহীন,অস্বচ্ছল এরকম ৩৫০ জন সাংবাদিককে দলমত নির্বিশেষ সহায়তা দেয়া হয়। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে যখন লকডাউন চলছে তখন আরও দুই হাজার সাংবাদিককে দুই কোটি টাকা সহায়তা করা হচ্ছে বলে জানান মন্ত্রী। প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেয়া হবে।

এই অর্থবছরে আরও ২০০ সাংবাদিককে ৫০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত সহায়তা করা হচ্ছে। এর মাঝে ৪০ জন এই সহায়তা পেয়েছেন।