বাফুফে ভবনে চ্যানেল টোয়েন্টিফোরকে হেনস্থা


বাফুফে ভবনে চ্যানেল টোয়েন্টিফোরকে হেনস্থা

ফিফার অর্থ বরাদ্দ স্থগিতের সংবাদ করায় চ্যানেল টোয়েন্টিফোরকে হেনস্থা করে ফুটবল ভবনে প্রবেশে বাঁধা দিয়েছে বাফুফে।

বিষয়টি নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।

বুধবার অনান্য দিনের মতই বাফুফেতে সংবাদ সংগ্রহে যায় চ্যানেল টোয়েন্টিফোর। কিন্তু প্রধান ফটকেই চ্যানেল টুয়েন্টিফোরের গাড়ি ঢুকতে দেয়নি নিরাপত্তারক্ষী। তার দাবি, করোনা পরিস্থিতি ও ফেডারেশন বন্ধ থাকার কারনেই যাতায়ত সীমিত।

কিন্তু এর অল্প কিছুক্ষন পরেই বিদ্যুৎ অফিসের গাড়ি ঢুকতে পেরেছে একই সাথে অন্য সংবাদকর্মীদের গাড়িও পেয়েছে প্রবেশের অনুমতি।

বাফুফে সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে চ্যানেল টোয়েন্টিফোর জানতে চাইলে দুজনেই বিষয়টি অস্বীকার করেন। জানান, “এ ঘটনার কিছু জানেন না তারা”।

এদিকে কাজী সালাউদ্দিন ফেডারেশন ভবনে আনুষ্ঠানিক সাক্ষাৎকার দিয়েছেন গণমাধ্যমে। তবে অন্য দিনের মত সেই সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ ফেডারেশনের মিডিয়া উইং থেকে  আনুষ্ঠানিকভাবে সরবরাহ করা হয়নি চ্যানেল টোয়েন্টিফোরের কাছে।

যদিও সেই ভিডিওতেই চ্যানেল টোয়েন্টিফোরকে হেনস্থার উত্তর দিয়েছেন বাফুফে সভাপতি। সোমবার ফিফার অর্থ বরাদ্দ স্থগিতের সংবাদ প্রচারই মূল কারন। কাজী সালাউদ্দিন প্রচারিত সংবাদ মিথ্যা বলে, প্রশ্ন তুলেছেন দেশাত্ববোধ নিয়েও।