সোমবার থেকে সাত দিনের লকডাউন, জানালেন ওবায়দুল কাদের


সোমবার থেকে সাত দিনের লকডাউন, জানালেন ওবায়দুল কাদের

ছবি-আল জাজিরা

৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী সোমবার থেকে শুরু করে এই লকডাউন চলবে পরবর্তী সাত দিন পর্যন্ত। শনিবার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েকদিন ধরেই প্রতিদিন ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। গতকাল শুক্রবার একদিনে শনাক্ত সাত হাজারের কাছাকাছি পৌঁছায়।

এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, লকডাউনে জরুরি সেবা দেয়—এমন প্রতিষ্ঠানগুলোই শুধু খোলা থাকবে। বেইলি রোডের বাসা থেকে গণমাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী এসব কথা জানায়।

মন্ত্রী আরো বলেন, জরুরি সেবা প্রতিষ্ঠানের বাইরে শুধুমাত্র শিল্পকারখানা খোলা থাকবে। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফট অনুযায়ী কাজ করবেন। আজ সন্ধ্যায় এ ব্যাপারে প্রজ্ঞাপন করা হতে পারে বলেও জানান তিনি।