সাংবাদিকদের উপর হেফাজতের হামলায় নিন্দা বিজেসি’র


সাংবাদিকদের উপর হেফাজতের হামলায় নিন্দা বিজেসি’র

কয়েকদিন ধরে হেফাজতে ইসলামী'র বিক্ষোভ কর্মসূচি এবং সেই সূত্রে সংঘর্ষ, ভাংচুর অগ্নিসংযোগের খবর সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সম্প্রচার মাধ্যমের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিষ্ট সেন্টার (বিজেসি)।

বিজেসি অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা গণমাধ্যম কর্মীদেরও টার্গেট করে হামলা করেছে। ব্রাহ্মনবাড়িয়ায় প্রেসক্লাবে ভাংচুর এবং প্রতিষ্ঠানের সভাপতি রিয়াজ উদ্দিন জামিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। ঢাকার টিএসসি, বায়তুল মোকাররম,পল্টন এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক মারধরের শিকার হয়েছেন এর মধ্যে বিজেসির সদস্য বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক দীপন দেওয়ান, একাত্তর টিভির সাংবাদিক ইশতিয়াক ইমনসহ সম্প্রচার সাংবাদিকদের কমপক্ষে ৭ জন ঢাকায় গুরুতর আহত হয়েছেন। এছাড়া গত তিন দিনে ডেইলি স্টার, প্রথম আলো,বাংলা ট্রিবিউনসহ দেশের বিভিন্ন জায়গায় কমপক্ষে ৫০ সাংবাদিক গুরুতর জখম হয়েছেন। 

এসব ঘটনা মত প্রকাশের স্বাধীনতার প্রতি চরম আঘাত বলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিজেসি। পাশাপাশি দ্রুত এইসব হামলা বন্ধ এবং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাচ্ছে। বিজেসি মনে করে ইতোপুর্বে সাংবাদিকদের ওপর হামলার বিচারহীনতার সংস্কৃতি গণমাধ্যমের ওপর নতুন হামলার ক্ষেত্র প্রস্তুত করছে। 

সংগঠনের যেসব সদস্য সাম্প্রতিক হামলায় আহত হয়েছেন তাদের পাশে থাকার অঙ্গীকারও করছে বিজেসি।