কোভিড-১৯: সাড়ে তিন মাসে সর্বোচ্চ মৃত্যু


কোভিড-১৯: সাড়ে তিন মাসে সর্বোচ্চ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯ জন। গত ১৫ ডিসেম্বরের পর এটাই সর্বোচ্চ মৃতের সংখ্যা। ১৫ ডিসেম্বর একদিনে ৪০ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। 

শনিবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৭৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৯১ হাজার ৮০৬ জন। সরকারি হিসেবে মোট মারা গেছেন আট হাজার ৮৬৯ জন। 

একদিনে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী ১৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ছয় হাজার ৬৯৫ জন এবং নারী দুই হাজার ১৭৪ জন। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ২৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন তিন জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৭১ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে গেছেন ৯১৬ জন, আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৯৩ জন।