বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১০ সাহিত্যিক


বাংলা একাডেমি পুরস্কার পেলেন ১০ সাহিত্যিক

এ বছর বাংলা একাডেমি সাহিত্য ‍পুরস্কার ২০২১ গ্রহণ করেছেন ১০ গুণী সাহিত্যিক। ১৮ মার্চ অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাদের হাতে এই সাহিত্য পুরস্কার তুলে দেয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বিজয়ী সাহিত্যিকদের পুরস্কার দেন।

পুরস্কার ২০২০ প্রাপ্তরা হলেন-
১.    কবিতা-মুহাম্মদ সামাদ  
২.    কথাসাহিত্য- ইমতিয়ার শামীম  
৩.    প্রবন্ধ/গবেষণা- বেগম আকতার কামাল 
৪.    অনুবাদ- সুরেশরঞ্জন বসাক  
৫.    নাটক- রবিউল আলম  
৬.    শিশুসাহিত্য- আনজীর লিটন 
৭.    মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা- সাহিদা বেগম 
৮.    বিজ্ঞান/কল্পবিজ্ঞান- অপরেশ বন্দ্যোপাধ্যায়  
৯.    আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনী-  ফেরদৌসী মজুমদার  
১০.    ফোকলোর- মুহাম্মদ হাবিবুল্লা পাঠান।

এর আগে গত ২৫ জানুয়ারি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২০ ঘোষণা করা হয়। আয়োজিত  সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার- ২০২০’ ঘোষণা করেন।