১২ বছরে বাংলাদেশ প্রতিদিন


১২ বছরে বাংলাদেশ প্রতিদিন

১২ বছরে পা রাখলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বর্ষপূর্তি উপলক্ষে রোববার (১৪ মার্চ) সন্ধ্যায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

অনুষ্ঠানে অংশ নেন তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শুভেচ্ছা বক্তব্যে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বলেন, ১২ বছরে পা রাখায় আমি বাংলাদেশ প্রতিদিন পরিবারের পুরো টিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দেশের সর্বাধিক প্রচারিত জনপ্রিয় এ পত্রিকাটি আরও ভালো করুক, সেই প্রত্যাশাই করছি।

স্বাগত বক্তব্যে নঈম নিজাম বলেন, করোনাকালে সংবাদপত্র একটি কঠিন সময় পার করছে। এ কঠিন সময় বাংলাদেশ প্রতিদিন অতিক্রম করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ প্রতিদিন এখন সেই আগের অবস্থানে ফিরে যাচ্ছে।

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, সারা পৃথিবীর কাছে বাংলাদেশ প্রতিদিনের যে সাফল্য, আশা করি, প্রতিষ্ঠানটি তা ধরে রাখবে। পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ভূমিকা রাখবে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর এ সময়ে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশের ইতিহাস তুলে ধরবে, সেই প্রত্যাশাই করছি।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ প্রতিদিন এক যুগে পদার্পণ করছে। বাংলাদেশের সঙ্গে প্রতিদিন আছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগা। 

কালের কণ্ঠ সম্পাদক এমদাদুল হক মিলন বলেন, বাংলাদেশ প্রতিদিন কোটি কোটি মানুষের হৃদয় জয় করে করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও প্রকাশিত হচ্ছে বাংলাদেশ প্রতিদিন। এটা একটা ইতিহাস। এর আগে বাংলাদেশের সংবাদপত্রের জগতে কখনোই এটি ছিল না। 

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ১৫ মার্চ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার নবরাত্রী হলে দিনভর বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘গুনিজন সম্মাননা ২০২০-২০২১’ দেওয়া হয়।

২০১০ সালের ১৫ মার্চ বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করে।