কিশোরের অভিযোগ তদন্তে পিবিআই


কিশোরের অভিযোগ তদন্তে পিবিআই

গ্রেপ্তারের পর আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের উপর হওয়া নির্যাতনের অভিযোগ তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছেন আদালত।

রোববার  ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে পিবিআইকে নির্দেশ দেন।

বিচারক একইসঙ্গে আরেক আদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা, মেডিসিন এবং অর্থোপেডিকস বিভাগের প্রধানদের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করে কমিটিকে ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরের নির্যাতনের বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল বলেন, “গত বছরের ২ মে থেকে ৫ মে তারিখের মধ্যবর্তী সময়ে কিশোরের উপর নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে কি না, তা জানাতে হবে ওই মেডিকেল টিমকে। এই মেডিকেল প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার পদমর্যাদার একজন এ তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবেন”।

কিশোর অভিযোগ করেছেন, গত বছরের ২ মে তাকে ধরে নেওয়ার পর অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালানো হয়। তিন দিন পর তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে থানায় নেওয়া হয়।