আফগানিস্তানে তিন সাংবাদিককে গুলি করে হত্যা


আফগানিস্তানে তিন সাংবাদিককে গুলি করে হত্যা

তিন নারী সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছে। পূর্ব আফগানিস্তানের জালালাবাদ শহরের এই ঘটনা ঘটে। সরকারি সূত্র অনুযায়ী, ২ ফেব্রুয়ারী মঙ্গলবার অফিস থেকে বাসায় যাওয়ার পথে তাঁদের মাথায় গুলি করে আততায়ীরা। আরও এক নারী সাংবাদিক গুলিতে জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

আফগানিস্তানের পুলিশকর্তা জুমা গুল হেমাট জানান, মূল অভিযুক্ত কারি বশির নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, তিনি তালিবান জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত আছে বলেও ধারনা করা হচ্ছে। চার নারী সাংবাদিক ‘এনিকাস টিভি’ নামে স্থানীয় একটি সংবাদমাধ্যমের কর্মী ছিলেন।

চ্যানেলটির প্রধান জ়ালমাই লতিফি জানান, নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে, তারা কলেজ পড়াশোনা শেষ করে সংবাদমাধ্যমটির ‘ডাবিং’ বিভাগে যোগ দিয়েছিলেন।

আফগানিস্তানে সাংবাদিকদের উপরে জঙ্গি হামলার ঘটনা নতুন নয়। ২০১৮ সালেও এই চ্যানেলের প্রধান জ়ালমাই লতিফিকেও অপহরণ করেছিলেন জঙ্গিরা। লতিফি জানান, এই চ্যানেলে যোগ দেওয়া ১০ নারী কর্মীর মধ্যে ৪ জনকেই মেরে ফেলা হয়েছে। গত কয়েক মাসে আফগানিস্তানে সাংবাদিক, সমাজকর্মী, সরকারি কর্মচারীদের লক্ষ্য করে একের পর এক হামলা হয়েছে।