পুলিশ-ছাত্রদল সংঘর্ষে সাংবাদিক আহত


পুলিশ-ছাত্রদল সংঘর্ষে সাংবাদিক আহত

প্রেসক্লাবে পুলিশ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিক আহত হয়েছেন।সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হন এটিএন বাংলার সিনিয়র ক্যামেরা পার্সন শেখ মামুন। রোববার সোয়া ১১ টায় এ ঘটনা ঘটে। সকালে প্রেসক্লাবে পুলিশ ও ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায় ছাত্রদলের নেতা কর্মীদের ছোঁড়া ইটের টুকরা এটিনএন বাংলার সিনিয়র ক্যামেরা পার্সনের মাথায় লাগলে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে অন্যান্য সংবাদকর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

শেখ মামুন বলেন, "আমি সকালে বিএনপি- ছাত্রদলের ডাকা কর্মসূচী কভার করতে প্রেসক্লাবে গিয়েছিলাম। সেখানে এক পর্যায়ে বিএনপি-ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। তখন আমি আহত একজনের ফুটেজ নিচ্ছিলাম। সেসময় বিএনপি ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে শুরু করে। সেসব ইট-পাটকেলের বড় একটি খন্ড হঠাৎ আমার কপালে এসে লাগলে আমার কপাল থেকে রক্ত ঝড়তে শুরু করে। তারপর আরটিভির সাংবাদিক বিল্লাল হোসেন সাগর আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়''। ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, "তার কপালে ১০-১২টি সেলাই দেয়া হয়েছে। ওষুধ দিয়ে তাকে রিলিজ দেয়া হয়েছে"। সকালে লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিল প্রস্তাবের প্রতিবাদে প্রেসক্লাবে জড়ো হয় ছাত্রদলের নেতা-কর্মীরা। বিনা অনুমতিতে সমাবেশ করতে গেলে পুলিশের বাঁধায় সমাবেশ পন্ড হয়। তখন বিক্ষিপ্ত ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় পুলিশ, সাংবাদিক, প্রেসক্লাবের কর্মকর্তা-কর্মচারী, ছাত্রদলের নেতাকর্মীসহ বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ সমাবেশস্থল থেকে প্রায় ৩০ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী। আহত সাংবাদিক বর্তমানে তার রামপুরার বাসায় অবস্থান করছেন এবং শারীরিকভাবে দুর্বল বোধ করছেন বলে বিজেসি নিউজকে জানিয়েছেন।